বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিখ ফর জাস্টিস' এর ব্যানারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও অস্ট্রেলিয়ায় প্রতিবাদ; হারদ্বীপ সিং নিজ্জার হত্যার পাশাপাশি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ

হাদি হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে বিশ্বের ৫ দেশে শিখ বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   80 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাদি হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে বিশ্বের ৫ দেশে শিখ বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করে বিশ্বের পাঁচটি দেশে বিক্ষোভ প্রদর্শন করেছে শিখ সম্প্রদায়। ‘শিখ ফর জাস্টিস (এসএফজে)’ নামক সংগঠনের ব্যানারে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইতালি এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।


নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ


বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শিখ নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং বাংলাদেশের শরীফ ওসমান হাদি উভয়ের হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের ভূমিকা রয়েছে। তাদের দাবি, উভয় নেতাই ভারতীয় নীতি ও কার্যক্রমের বিরোধিতা করায় তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হন।

গত ২০২৩ সালে কানাডার ব্রাম্পটনে হারদ্বীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের পর থেকেই শিখ সম্প্রদায় ভারত সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছে। এবার ঢাকায় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে তারা একই ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করছে।

উল্লেখ্য, ভারতের পাঞ্জাব রাজ্য শিখ-অধ্যুষিত অঞ্চল, যেখানে একটি অংশ আলাদা স্বাধীন রাষ্ট্র ‘খালিস্তান’-এর দাবিতে সক্রিয়। ভারত সরকার বহুবার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং শিখ বিচ্ছিন্নতাবাদী কার্যক্রমকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে।

বিক্ষোভের সময় শিখ কর্মীরা ভারতীয় কূটনীতিকদের প্রতীকী বিচারের আয়োজন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।


 

 

মন্তব্য করুন
সম্পাদক :
মুফতী আব্দুল কুদ্দুস আজিজী
উপদেষ্টা :
এড. রফিকুল ইসলাম মুকুল
বার্তা সম্পাদক :
মো. কবির হোসেন
প্রকাশক :
পথশিশু আশ্রয় কেন্দ্র
প্রতিষ্ঠাতা/নির্বাহী পরিচালক :
মুহা. মীযানুর রহমান আদীব

বর্তমান অস্থায়ী ঠিকানা:

উত্তর রায়েরবাগ, রশিদবাগ (গ্যাস রোড) যাত্রাবাড়ী, ঢাকা–১২৩৬

মোবাইল : +88019126490666

ই-মেইল: scscnewsbd@gmail.com