নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 127 বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীবেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে প্রেরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাবেক এই রাজনীতিবিদ বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (CCU) ফুসফুস সংক্রমণ, হৃদরোগ ও কিডনি-লিভারের জটিলতায় ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।
দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সুপারিশে লন্ডনে তাঁর চিকিৎসার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাতার সরকার সরবরাহ করা একটি বিশেষায়িত রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে বহন করা হবে।
সরকারি এক সূত্র SCSC NEWS-কে জানায়, “যাত্রার জন্য সব ধরনের নিরাপত্তা ও লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে শুক্রবার ভোরে যাত্রার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি চূড়ান্ততা নিয়ে সামান্য বিলম্ব হতে পারে।”
তাঁর জ্যেষ্ঠ পুত্রবধূ ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান সমগ্র চিকিৎসা প্রক্রিয়া তদারকি করছেন। খালেদা জিয়ার সঙ্গে প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নিরাপত্তা কর্মীসহ মোট ১৪ জন সফরসঙ্গী হিসেবে যাবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “লন্ডনের নির্ধারিত হাসপাতালের সাথে সকল মেডিকেল রিপোর্ট ও সমন্বয় সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, শুক্রবারের মধ্যেই যাত্রা শুরু হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে বলেন, “আমাদের নেত্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সকল সহযোগিতার জন্য আমরা সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে কৃতজ্ঞ।”